info@nzsforum.net 01819297064, 01713097873, 01712263908, 01711261711

স্মৃতিতে _আলোর_স্রোতে_প্রাণের_মেলা ২০২০

Let's See
Blog

স্মৃতিতে _আলোর_স্রোতে_প্রাণের_মেলা ২০২০

মিলন মেলা ২০২০,
#ফিরে_দেখা,

আলোর_স্রোতে_প্রাণের_মেলা_২০২০


এই তো সেদিন মনে হয় মিলনমেলা ২০২০ অঅনুষ্ঠানটি করে এলাম ।দেখতে দেখতে কভিড 19 ময় অনিশ্চিত সময়ে কখন যে একটি বছর গুলো পার হয়ে গেল বুঝতেই পারিনি । কভিডময় সময়ে আমাদের জিলা স্কুলের অনেক লিজেন্ড কে চিরতরে হারিয়ে ফেলেছি, যাদের অনেকে ২০২০ এর মিলনমেলায়ও অংশগ্রহণ করেছিলেন । আল্লাহ রাব্বুল তাদের মাফ জান্নাতুল ফেরদাউস নসীব করুন । এই দোয়া করি ॥
#বলছিলাম নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম আয়োজিত
নোয়াখালী জিলা স্কুল তথা নোয়াখালীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সাড়া জাগানো অনুষ্ঠান মিলনমেলা - ২০২০ ।
#সবথেকে বড়কথা অনুষ্ঠানটির সফলতার সিংহভাগ কৃতিত্ব প্রায় ২০০০ এর কাছাকাছি রেজিস্ট্রেশন কৃত সদস্যের উপস্থিতি সাথে তাঁদের অনেকের পরিবার ও কিছু সিলেক্টেড অতিথি সহ ২৫০০ উপর লোকের উপস্থিতি অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তোলে । সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু জিলাস্কুলিয়ানরাই সেদিনের সেই #আলোর_স্রোতে_প্রাণের_মেলা কে আলোকিত করে তোলেন।
#এমন সব হাজারো স্মৃতি ঘটনার মধ্যে কারো নাম এখানে উল্লেখ করলাম না , যদি না কারো নাম বাদ পড়ে যায় । তবে কখনও সময় সুযোগ পেলে যার যার অবদান নিয়ে লিখা যেতে পারে ।
এতসব আয়োজনে যতটুকু ভুলত্রুটি হয়েছে তাঁর সম্পুর্ণ দায়ভার আয়োজক হিসাবে আমাদের ছিল । আর সব অর্জন অংশগ্রহণকারী সকল ফোরাম সদস্যদের ।
ভবিষ্যতে হয়ত আমাদের অনুজরা এর থেকেও ভাল অনুষ্ঠান নিয়ে হাজির হবে ।
সবাই কে ধন্যবাদ ॥ ভাল থাকুন সুস্থ থাকুন , সবাই সবার জন্য দোয়া করবেন ॥