# ইফতার ও দোয়া মাহফিল - ২০২৩
নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে নিবন্ধিত সদস্যদের নিয়ে আগামী ৮ই এপ্রিল,২০২৩ শনিবার, বিকাল: ৪.৩০ মিঃ এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সদস্যরা ফোরামের website এ মোবাইল নাম্বার এবং ৩০০/- (তিনশত) টাকা ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ইতিপূর্বে যারা সদস্য হন নাই, তারা প্রথমে ২৫০/- (দুইশত পঞ্চাশ টাকা-খরচ সহ) জমা দিয়ে সদস্য হবেন এবং পরবর্তীতে ইভেন্ট ফি ৩০০/- (তিনশত টাকা) জমা দিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহন করতে পারবেন।
রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে বিকাশ, রকেট, নগদ, সকল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে।
রেজিস্ট্রেশন কো-অর্ডিনেটর : মাসুদ আহমেদ (2002): 01716218287
যেকোন বিষয়ে বিস্তারিত যোগাযোগ:
শিহাব (1991): 01713097873,
সহিদ (1986): 01711261711,
মাহমুদ (1982): 01819297064
# ইফতার_পার্টি_ও_দোয়া মাহফিল
স্হান: ট্রাস্ট মিলনাতয়ন, (জাহাঙ্গীর গেইট ও বি এফ শাহীন কলেজ এর মাঝখানে)।
তারিখ: ৮ই এপ্রিল, ২০২৩ শনিবার, সময়: বিকাল ৪:৩০ মিঃ
রেজিস্ট্রেশন ফি: ৩০০/- (তিনশত টাকা)
রেজিস্ট্রেশন শুরু: ১৫ ই মার্চ ২০২৩
রেজিস্ট্রেশন এর শেষ তারিখ: ৩১শে মার্চ, ২০২৩
রেজিস্ট্রেশন এর জন্য ভিজিট করুন: nzsforum.net